/anm-bengali/media/post_banners/YsC88XBlnnbiAPTG1qQB.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বেসরকারি হাসপাতাল থেকে ভ্যাকসিন নিলে মিলছে আকর্ষণীয় অফার। থাকছে বিলাসবহুল হোটেলে থাকার সুযোগ। এ ধরনের অভিযোগ ওঠায় এবার সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি দিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের অতিরিক্ত সচিব মনোহর আগনানির পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, বিভিন্ন হোটেলের সঙ্গে যোগসাজশ করে কোনও কোনও বেসরকারি হাসপাতাল ভ্যাকসিনেশন প্যাকেজের প্রস্তাব দিচ্ছে। এক্ষেত্রে বেসরকারি হাসপাতালগুলিতে কোভিড সংক্রান্ত গাইডলাইন মেনে চলা হচ্ছে কি না তা খতিয়ে দেখতে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। এর পাশাপাশি, হোটেলগুলিকে সতর্ক করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের ট্যুইট, যে সমস্ত হোটেল ভ্যাকসিনেশন প্যাকেজের অফার দিচ্ছে তাদের কড়া আইনি শাস্তির মুখে পড়তে হবে। জাতীয় করোনা টিকাকরণ কর্মসূচি-বিরোধী কার্যকলাপ অবিলম্বে বন্ধ হওয়া উচিত।
Hotels offering #COVID19Vaccination packages shall face strict legal action!
Such activities are in contravention to rules under the Nat’l COVID vaccination program and must cease immediately.#LargestVaccineDrive@MoHFW_INDIApic.twitter.com/e5AIVfnl7z
— Dr Harsh Vardhan (@drharshvardhan) May 29, 2021
আরও খবরঃ http://anmnews.in/?p=216437 / http://anmnews.in/?p=216434
For more details visit anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us