উত্তপ্ত হকি ম্যাচ, মুখ খুললেন ইস্টবেঙ্গলের দেবব্রত

author-image
Harmeet
New Update
উত্তপ্ত হকি ম্যাচ, মুখ খুললেন ইস্টবেঙ্গলের দেবব্রত

নিজস্ব সংবাদদাতাঃ ডার্বির আবহে তপ্ত হকির মাঠ। মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচের পর পঞ্জাব স্পোর্টসের বিরুদ্ধে হকি ম্যাচেও ধুন্ধুমার পরিস্থিতি হয়েছি ময়দানে। এহেন পরিস্থিতিতে মুখ খুলেছেন ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার। 

সংবাদ মাধ্যমে তিনি জানিয়েছেন, "ম্যাচ শুরুর আগে আমি খোঁজ নিয়েছিলাম নিরাপত্তার ব্যবস্থা ঠিক মতো রয়েছে কি না। আমাকে আশ্বস্ত করা হয়েছিল। তার পরেও আমাদের সমর্থকদের উপর আক্রমণ হয়েছে।" তার মতে, এমন ঘটনায় ক্লাবের সমর্থকরা বারবার আক্রান্ত হচ্ছেন।