নদী থেকে চার বালককে উদ্ধার করলো ছত্তিশগড় পুলিশ

author-image
Harmeet
New Update
নদী থেকে চার বালককে উদ্ধার করলো ছত্তিশগড় পুলিশ

​নিজস্ব সংবাদদাতাঃ ছত্তিশগড়ের কোরিয়া জেলার মনেন্দ্রগড় এলাকায় একটি নদী থেকে চার বালককে উদ্ধার করেছে পুলিশ। ওই চার বালক নদীতে স্নান করছিল। হঠাৎই নদীতে জলস্তর বেড়ে যেতে শুরু করে। টানা ২ ঘন্টা  অভিযানের পরে পুলিশরা তাদের উদ্ধার করেছে।