নিজস্ব সংবাদদাতা: পুরসভার জারি করা নির্দেশিকায় শিশুদের অ্যাডিনো ভাইরাস সংক্রমণ হলে কী করতে হবে, তা নিয়ে বিস্তারিত ভাবে বলা রয়েছে নির্দেশিকায়। নির্দেশিকায় আলাদা আলাদা করে দায়িত্ব বণ্টন করা হয়েছে মেডিক্যাল অফিসার, নার্স, ফার্মাসিস্ট, ল্যাবরেটরি টেকনোলজিস্ট, স্বাস্থ্য স্বেচ্ছাসেবক ও আশা কর্মীদের। কোনও শিশুকে নিয়ে আসা হলে, তার অভিভাবকের সঙ্গে কথা বলে বুঝতে হবে শিশুর শারীরিক অবস্থা কতটা খারাপ। জানতে হবে, জ্বর কেমন থাকছে, খেতে অনীহা দেখা যাচ্ছে কি না, প্রস্রাবে কোনও সমস্যা হচ্ছে কি না। রোগীর অবস্থা গুরুতর মনে হলে কোনও বিলম্ব না করেই মেডিক্যাল অফিসারকে ডেকে পাঠানোর নির্দেশ পুরসভার।