পাকিস্তানে অবাধে ঢুকছে আফগান-তালিবান বন্দিরা

author-image
Harmeet
New Update
পাকিস্তানে অবাধে ঢুকছে আফগান-তালিবান বন্দিরা

​নিজস্ব সংবাদদাতাঃ  তালিবান আফগানিস্তান দখল করতেই বদলে গিয়েছে পরিস্থিতি। দেশের দক্ষিণ-পূর্ব দিক হয়ে পাকিস্তানে প্রবেশ করছে আফগানিস্তানের বাসিন্দারা। অসুস্থ রোগী ছাড়াও দেশ বদলের দলে রয়েছে আফগান-তালিবান বন্দিরা। রিপোর্ট বলছে, গত সপ্তাহেই পাকিস্তানের চমন সীমানা দিয়ে হাজারেরও বেশি আফগানি দেশে প্রবেশ করেছে।