নতুন দায়িত্বভার গ্রহণ করলেন পার্থ প্রতিম

author-image
Harmeet
New Update
নতুন দায়িত্বভার গ্রহণ করলেন পার্থ প্রতিম

দেবাশিস বিশ্বাস, কোচবিহারঃ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কোচবিহার জেলা সভাপতি পার্থ প্রতিম রায়। বুধবার দুপুরে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করে কোচবিহার শহরের সাগরদিঘী সংলগ্ন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে দায়িত্বভার গ্রহণ করেন। এদিন সেখানে পার্থবাবু দায়িত্বভার গ্রহণ করার সময় তার সাথে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা পরিষদের সভাধিপতি উমাকান্ত বর্মন, সহ-সভাধিপতি পুষ্পিতা রায় ডাকুয়া, কোচবিহার পৌরসভার প্রশাসক মন্ডলীর ভাইস চেয়ারম্যান আমিনা আহমেদসহ তৃণমূলের অন্যান্য নেতৃত্বরা এবং উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার আধিকারিকরা। প্রসঙ্গত, কোচবিহার জেলা তৃনমূল কংগ্রেসের সভাপতির দায়িত্বে ছিলেন পার্থ প্রতিম রায়। তিনি দায়িত্বে থাকাকালিন বিধানসভা নির্বাচনে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের কার্যত ভরাডুবি হয়। সেই জায়গায় দাঁড়িয়ে দলের সাংগঠনিক রদবদল জেলা সভাপতির পদ হারাতে হয় পার্থ প্রতিম রায়কে। তাকে সরিয়ে নতুন জেলা সভাপতি করা হয় গিরিশ চন্দ্র বর্মনকে।