New Update
/anm-bengali/media/post_banners/bzZF7LUxge0mer2tvNtI.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ দীর্ঘ লকডাউনে ঘরে বসে জীবনে একঘেয়ামি চলে এসেছে? মন চাইছে অজানার উদ্দেশ্যে বেরিয়ে পড়তে? তবে লকডাউনের ফলে বাজেটের দিকটাও ভাবতে হচ্ছে? তবে আজই আপনি ঘুরে আসতে পারেন অম্বিকা কালনা থেকে। অল্প খরচে একদিনের ট্যুরে মন ভরে যাবে কালনা শহরে এলে। এখানে আপনি বিভিন্ন ঐতিহাসিক স্থাপত্য দেখতে পাবেন। যা আপনার একঘেয়ামি দূর করবে নিমেষেই। এই শহরকে মন্দিরের শহর বলা হয়। এখানকার স্থাপত্য গুলির গায়ে টেরাকোটার কাজ বিশেষ আকর্ষণীয়।
/)
এখানে আসতে হলে হাওড়া থেকে ব্যান্ডেল কাটোয়া রেলপথে অম্বিকা কালনা ষ্টেশনে নামতে হবে আপনাকে। ​
কালনার কিছু বিখ্যাত ভ্রমন স্থান গুলি হল,
১০৮ শিব মন্দির
/)
লালজিমন্দির
​মা সিদ্ধেশ্বরী মন্দির
​কৃষ্ণচন্দ্রজিমন্দির
প্রতাপেশ্বর মন্দির
এছাড়াও রয়েছে আরও অনেক কিছু।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us