​নিজস্ব সংবাদদাতাঃ তালিবান রাজের সবথেকে বড় সমর্থক পাকিস্তানে সামনে এল শিউরে ওঠার মতো ছবি। স্বাধীনতা দিবসের দিন ৪০০ পুরুষের হাতে নির্যাতিতা মহিলা। ১৪ অগাস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবসের দিন লাহৌর গ্রেটার ইকবাল পার্ক জাতীয় স্মারক মিনারহি পাকিস্তানে ঘটে গেল এই ঘটনা। নির্যাতনের ছবি ভাইরাল হওয়ার পরেই বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়েছে। ৪০০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে লাহৌর পুলিশ।