New Update
/anm-bengali/media/post_banners/e2U9rfbCB38mI6LfyZ5x.jpg)
নিজস্ব সংবাদদাতা: শিবসেনার 'ধনুক ও তীর' প্রতীক বিতর্কে এবার মুখ খুললেন ঠাকরে গোষ্ঠীর নেতা সঞ্জয় রাউত।
তিনি বলেন, "আমাদের 'ধনুক ও তীর' চুরি হয়ে গিয়েছে। এরসঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের লোকজন জড়িত। আমরা এরসঙ্গে জড়িতদের খুঁজে বের করে জনগণের সামনে আনব। আমরা পরে একটি নতুন প্রতীক পাব। কিন্তু তার আগে, আমরা এই চোরদের ফাঁস করব"।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us