মাঙ্গলিক দোষ কি জানেন? আর তার প্রতিকারী বা কি , দেখে নিন

author-image
Harmeet
New Update
মাঙ্গলিক দোষ কি জানেন? আর তার প্রতিকারী বা কি , দেখে নিন

​নিজস্ব সংবাদদাতাঃ  জ্যোতিষের ভাষায়, কারোও রাশিফলের চতুর্থ ভাব, সপ্তম ভাব, অষ্টম ভাব ও দ্বাদশ ভাবে মঙ্গলগ্রহের প্রভাব থাকলে সেই ছেলে বা মেয়েটি মাঙ্গলিক দোষ পেয়েছে বলে মনে করা হয়। এই দোষ সাধারণত বিবাহ পরবর্তী জীবনে সমস্যার সৃষ্টি করে। কিছু মানুষ আবার প্রচলিত ধ্যানধারণাগুলি বলে এই দোষের ছেলে বা মেয়েকে রীতিমতো ভয় ধরিয়ে দেয়। তবে খুব না হলেও হাতের কাছেই রয়েছে এর প্রতিকার। যেমন-

১। নিয়মিত হনুমান চালিশা পড়লে মুক্তি পাওয়া যেতে পারে মাঙ্গলিক দোষ থেকে। যদি রোজ সম্ভব না হয় তবে অন্তত প্রতি মঙ্গলবার পড়তে হবে।

২।শিবের আরাধনা করতে হবে।

৩।শিবলিঙ্গে রোজ লাল ফুল অর্পণ করতে হবে।

৪। প্রতি মঙ্গলবার নিরামিষ আহার করা যেতে পারে।

৫। প্রত্যের মঙ্গলবার শ্রী রাম ও হনুমানের আরাধনা করা উচিত।