New Update
/anm-bengali/media/post_banners/zHnC0Ye5i5aAHkyHFExN.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আবারও বহু ট্রেন বাতিল করা হল। জানা গিয়েছে, শনিনার অর্থাৎ আজ রাত ১১টা থেকে রবিবার সকাল ৯টা অবধি শিয়ালদহ স্টেশনে ট্রাফিক ব্লক থাকবে। যার জেরে বাতিল থাকবে একাধিক লোকাল ট্রেন। বনগাঁ, হাবড়া, ডানকুনি, রানাঘাট, কল্যাণী সীমান্ত, শান্তিপুর লোকাল বাতিল করা হয়েছে। শিয়ালদহ সংলগ্ন এলাকায় একাধিক পয়েন্টে রক্ষণাবেক্ষণের কাজ চলায় বন্ধ থাকবে ট্রেন। এর জেরে যাত্রী ভোগান্তির আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us