নিজস্ব সংবাদদাতা : ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। উত্তর দিনাজপুরে পর্যবেক্ষক সঙ্কটের কথা উল্লেখ করে প্রাথমিক শিক্ষকদের পর্যবেক্ষকদের কাজে লাগানোর প্রস্তাব দেওয়া হয়েছিল শিক্ষা দফতরকে। জেলা শিক্ষা দফতরের সেই প্রস্তাবে সিলমোহর রাজ্যের। প্রসঙ্গত,উত্তর দিনাজপুরে ১১৭টি পরীক্ষা কেন্দ্রে ৩১ হাজার পরীক্ষার্থীর সংখ্যা। পরীক্ষা কেন্দ্রের অনুপাতে নেই পর্যবেক্ষক। সেই সমস্যায় সমাধানের পথ পাওয়া গেল।