নিজস্ব সংবাদদাতাঃ বুধবার সকালে হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরের সঙ্গে দেখা করেন টোকিও অলিম্পিকে স্বর্ণ পদক জয়ী অ্যাথলিট নীরজ চোপড়া। সেখানে নীরজকে অলিম্পিক্সের জন্য অ্যাথলিটদের গ্রুম করার জন্য তৈরি সেন্টার অফ এক্সেলেন্সের দায়িত্ব দিতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করেন মনোহরবাবু। নীরজকে এই বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘আমি এই বিষয়ে ভাবনাচিন্তা করব। এই দেশে খেলাধুলার বিকাশে আমি নিজের সেরাটা দেব। তবে বর্তমানে আমার লক্ষ্য হল পরের বছর অনুষ্ঠিত হতে চলা বিশ্ব চ্যাম্পিয়নশিপ’।