আফগানিস্তানে ৩ দিনেই বুরখার দাম বাড়ল ১০ গুন

author-image
Harmeet
New Update
আফগানিস্তানে ৩ দিনেই বুরখার দাম বাড়ল ১০ গুন

​নিজস্ব সংবাদদাতাঃ   অনেকেই দেশ ছেড়ে পালাতে সক্ষম হলেও তাদের পক্ষে দেশ ছেড়ে যাওয়ার কোনও সুযোগ নেই। তাই তালিবানি শাসনই মেনে চলতে হবে। নতুন সরকার এখনও গঠন হয়নি, তার আগেই হু হু করে চড়ছে বুরখার দাম। কারণ তালিবানের নিয়ম, হিজাব বা বুরখা ছাড়া পথে বের হতে পারবেন না মহিলারা। যার জেরে বুরখার দাম বাড়ল প্রায় ১০ গুন। আর যাদের বুরখা কেনার সামর্থ্য নেই, চাদর কেটেই তারা নিজেদের জন্য বুরখা তৈরি করে নিচ্ছেন। কারণ, কয়েক দিনেই আফগানিস্তানে মহিলাদের বেঁচে থাকার অন্যতম শর্ত হতে চলেছে এই বুরখা।