নিজস্ব সংবাদদাতাঃ যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি অব স্টেট ভিক্টোরিয়া নুল্যান্ড বলেন, "২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া দখল করে নিয়েছিল রাশিয়া। বর্তমানে ক্রিমিয়ার সামরিক লক্ষ্যবস্তুতে ইউক্রেনের হামলাকে সমর্থন করে যুক্তরাষ্ট্র।" নুল্যান্ড বলেন, 'ক্রিমিয়া অসামরিকীকরণ না করা পর্যন্ত ইউক্রেন নিরাপদ থাকবে না। সংঘাতের জন্য রাশিয়ার বেশ কয়েকটি সামরিক স্থাপনা রয়েছে। এগুলো বৈধ লক্ষ্যবস্তু, ইউক্রেন তাদের ওপর হামলা চালাচ্ছে এবং আমরা তা সমর্থন করছি।'