New Update
/anm-bengali/media/post_banners/5QwcCI2SXRNyht3tPwI4.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বৃহস্পতিবার দিল্লিতে 'আদি মহোৎসব'-এর সূচনা করে আদিবাসী সমাজের উদ্দেশ্যে বিশেষ বক্তব্য পেশ করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, 'আদিবাসী সমাজের উন্নতিই আমাদের অন্যতম লক্ষ্য। আদিবাসীদের অবদানে উন্নতির শিখরে রয়েছে দেশ। আদিবাসীদের কাছ থেকে অনেক কিছু শিখেছি। আদিবাসী সমাজের উন্নতি আমার নিজের ভাবনার সঙ্গে জড়িয়ে আছে। যখন প্রধানমন্ত্রী হইনি তখন ভারতের কোণে কোণে আদিবাসীদের সঙ্গে সময় কাটিয়েছি। আপনাদের কাছে এলে মনে হয় নিজের মানুষদের সঙ্গে আছি। জঙ্গল, নদী, পাহাড়ের সঙ্গে একাত্মতা গড়ে তোলার অনুপ্রেরণা দেন আদিবাসীরা। বিজেপির আমলে ৮০ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী কাজ করছে। চলতি কেন্দ্রীয় বাজেটে ঘোষিত পিএম বিশ্বকর্মা যোজনায় আদিবাসী হস্তশিল্পীরা উপকৃত হবেন।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us