New Update
/anm-bengali/media/post_banners/rMKpxulhigdbpMthKf3h.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বৃহস্পতিবার অবশেষে ভোট দিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। ভোট শুরুর আগের দিন অর্থাৎ বুধবার মানিক সরকার বলেছিলেন, 'শুধু ত্রিপুরা নয়, দেশেও বিজেপির সরকারকে বিদায় দেওয়ার জন্য সব রকম লড়াই চলবে।' উল্লেখ্য, রাজ্যের ৩,৩৩৭টি ভোট কেন্দ্রে সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে বৃহস্পতিবার। বিকেল ৪টা পর্যন্ত ভোটাররা ভোট দেবেন। ফলাফল ঘোষণা করা হবে ২ মার্চ। ৬০ সদস্যের বিধানসভায় বিভিন্ন দলের ২৫৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এসব ভোটকেন্দ্রের মধ্যে ১ হাজার ১০০টি স্পর্শকাতর এবং ২৮টি অতিসংবেদনশীল হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই নির্বাচনে ১৩.৫৩ লক্ষ মহিলা সহ মোট ২৮.১৩ লক্ষ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে খবর।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us