Tripura election: ত্রিপুরার শান্তি বাজারে ধুন্ধুমার, বাম কর্মীদের মারধরের অভিযোগ

author-image
Harmeet
New Update
Tripura election: ত্রিপুরার শান্তি বাজারে ধুন্ধুমার, বাম কর্মীদের মারধরের অভিযোগ

নিজস্ব সংবাদদাতাঃ ত্রিপুরায় বৃহস্পতিবার বিধানসভা ভোট শুরু হতেই একাধিক জায়গায় বিক্ষিপ্ত অশান্তির খবর মিলছে। ত্রিপুরার শান্তিরবাজারে সিপিএম কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে। ওল্ড আগরতলার নাথপাড়ায় ভোটারদের বাধা ও মারধরের অভিযোগ উঠেছে। দক্ষিণ ত্রিপুরার এসপি জানিয়েছেন, 'দক্ষিণ ত্রিপুরার ৩৬-শান্তিরবাজার কেন্দ্রের কালাচেরা ভোটকেন্দ্রের বাইরে এক সিপিআই সমর্থককে মারধর করা হয়েছে। আমাদের কর্মকর্তারা তাকে হাসপাতালে নিয়ে গেছেন। শান্তিরবাজার থানায় স্বতঃপ্রণোদিত এফআইআর দায়ের করা হয়েছে। শিগগিরই দোষীদের গ্রেফতার করা হবে'।