Tripura election: 'বিজেপিই ফের সরকার গঠন করবে', বললেন আত্মবিশ্বাসী মানিক সাহা

author-image
Harmeet
New Update
Tripura election: 'বিজেপিই ফের সরকার গঠন করবে', বললেন আত্মবিশ্বাসী মানিক সাহা

নিজস্ব সংবাদদাতাঃ বৃহস্পতিবার ত্রিপুরার ৬০টি আসনে বিধানসভা ভোট শুরু হয়েছে। ভোট নিয়ে বিজেপি নেতা মানিক সাহা বলেন, "খুব ভালো লাগছে। বিজেপি উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যে টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসতে চলেছে। আমি আত্মবিশ্বাসী যে বিজেপি অবশ্যই এখানে সরকার গঠন করবে।' বাম-কংগ্রেস জোটের প্রভাব কতটা ভোটে পড়বে? এই প্রশ্নের উত্তরে মানিক সাহা জানান, আ'মরা শান্তিপূর্ণ নির্বাচন চাই। মানুষ আমাকে জিজ্ঞেস করে, আমার সামনে চ্যালেঞ্জ কী? চ্যালেঞ্জ হল যে প্রতিদ্বন্দ্বীরা (কংগ্রেস-বাম) অপবিত্র জোটে একত্রিত হয়েছে তাদের শান্তি বজায় রাখা উচিত।'