নিজস্ব সংবাদদাতা: ত্রিপুরার ভোট প্রক্রিয়াকে অবাধ ও শান্তিপূর্ণ রাখতে যাবতীয় ব্যবস্থা রেখেছে নির্বাচন কমিশন। বিজেপি ও তার সহযোগী আইপিএফটির সঙ্গে বাম কংগ্রেসের জোটের জোর টক্কর হতে পারে বলে মনে করা হচ্ছে। এরই সঙ্গে ময়দানে রয়েছে তিপ্রা মথা।এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ত্রিপুরার জনগণকে 'উন্নয়নমুখী সরকার' গড়ার স্বার্থে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে টুইট করেন।