/anm-bengali/media/post_banners/zktGI3uw6apAL5LxK5g0.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ রাজ্য সরকারি কর্মীদের আন্দোলনের মাঝেই বুধবার রাজ্য বিধানসভায় বাজেট পেশ করেন অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বাজেট পেশের একদম শেষ পর্যায়ে চন্দ্রিমা রাজ্য সব সরকারি কর্মী, শিক্ষক, অশিক্ষক কর্মচারী ও পেনশনভোগীদের জন্য ৩ শতাংশ মহার্ঘ্যভাতা ঘোষণা করেন। এরপরেই চন্দ্রিমা ভট্টাচার্যের বাজেট নিয়ে বক্তৃতা শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমি অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। সীমিত আর্থিক ক্ষমতার মধ্যে সর্ব শ্রেণির মানুষকে আমরা সুবিধা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। কেন্দ্রীয় সরকারের আর্থিক বঞ্চনা সত্ত্বেও আমরা উন্নয়নমূলক কর্মসূচি চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। অসুবিধা থাকা সত্ত্বেও ষষ্ঠ পে কমিশন অনুযায়ী সরকারি কর্মীরা সুযোগ সুবিধা পেয়েছেন। আমি মনে করি আজকের বাজেট কর্মসংস্থানমুখী বাজেট। কর্মসংস্থান তৈরি করাই আমাদের কাজ। বাজেটে অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us