বাদারঘাটে সরকার

author-image
Harmeet
New Update
বাদারঘাটে সরকার

নিজস্ব সংবাদদাতাঃ রাত পোহালেই ত্রিপুরার ৬০টি আসনে শুরু হবে বিধানসভা ভোট। আর ভোট এলেই ত্রিপুরা রাজ্যের বাদারঘাট বিধানসভা কেন্দ্রটি সবসময় শিরোনামে থাকে। এই কেন্দ্রটি কংগ্রেস ও সিপিএম-এর শক্ত ঘাঁটি হিসেবে বিবেচিত। তবে জয় হোক বা পরাজয়, এলাকার রাজনীতি নিয়ন্ত্রণ করবে সরকার পরিবারই। পাঁচবারের প্রাক্তন কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেস থেকে বিজেপি নেতা হয়ে ওঠা দিলীপ সরকার ২০১৯ সালে মারা যাওয়ার পর বিজেপি নেত্রী মিমি মজুমদারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা এবং জয়ের পথ সুগম হয়। কিন্তু দিলীপ সরকারের বিধবা স্ত্রী মিনারানী সরকার মিমিকে কড়া টক্কর দিতে সক্ষম হয়েছেন। কিন্তু ভাগ্যের কি পরিহাস দেখুন, মিনারানী সরকার তাঁর নিজের ভাগ্নে পার্থ রঞ্জন সরকারের বিরুদ্ধে লড়ছেন, যিনি প্রাক্তন কংগ্রেস কর্মী, যিনি সম্প্রতি ফরওয়ার্ড ব্লকে যোগ দিয়েছেন। দিলীপ সরকারের বড় ভাই রাজকুমার সরকার একজন সক্রিয় কংগ্রেস সদস্য। সরকার পরিবার এই অঞ্চলে রাজনৈতিকভাবে সক্রিয় পরিবার বলে পরিচিত। প্রসঙ্গত, মিনারানী সরকার আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের কাউন্সিলর।