New Update
/anm-bengali/media/post_banners/8KdGkljpl1QSVLOS2TYg.jpg)
সুদীপ ব্যানার্জী, শিলিগুড়ি: করোনা আবহেও সক্রিয় নিষিদ্ধ কাফ সিরাপ চক্র। শিলিগুড়ি ভক্তিনগর থানার পুলিশ অভিযান চালিয়ে নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করল। মোট ১০০ বোতল কাফ সিরাপ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় রঞ্জিত মাহাত নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে গ্রেফতার হওয়া ব্যাক্তির বাড়ি শিলিগুড়ির চম্পাসাড়ি এলাকায়। পুলিশ সূত্রের পাওয়া খবর অনুযায়ী একটি স্কুটিতে করে কাফ সিরাপ মজুত করে শিলিগুড়ির দিকে যাচ্ছিল এক ব্যাক্তি। সেইসময় খবর পেয়ে পুলিশ শালুগাড়ার এক শপিং মলের কাছ থেকে অভিযান চালিয়ে সেই স্কুটি থেকে উদ্ধার করে কাফ সিরাপ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us