'ত্রিপুরায় একটাও আসন পাবে না, গোয়ার মতো হাল হবে তৃণমূলের'

author-image
Harmeet
New Update
'ত্রিপুরায় একটাও আসন পাবে না, গোয়ার মতো হাল হবে তৃণমূলের'

নিজস্ব প্রতিনিধিঃ খড়গপুরে গিয়ে চা চক্রে যোগ দিয়ে ত্রিপুরার বিধানসভা ভোট প্রসঙ্গে মুখ খুললেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। তৃণমূলকে নিশানা করে তিনি বলেন, 'এর আগেও ত্রিপুরায় মমতা-অভিষেক গিয়েছিলেন, কিন্তু কী পেয়েছে। সাড়ে তিনশোর মধ্যে একটা কাউন্সিলর জিতেছিল সেটাও চলে গেছে দল ছেড়ে। গোয়াতেও তাই হয়েছে আবার ত্রিপুরাতেও তাই হবে। আমি দু তিনবার ত্রিপুরাতে গেলাম দেখে এলাম কী আছে। তৃণমূলের লোকজনদের খুঁজতে হচ্ছে ওখানে। একটা মাইক আর একটা অটো ঘুরছে, তৃণমূল বলে কিছুই নেই। টাকাগুলো আছে খরচা করতে হবে তো। পশ্চিমবঙ্গের মানুষের অধিকারের টাকাকে লুট করে নিয়ে ওখানে দল বাড়ানোর চেষ্টা হচ্ছে। এদের আসল চেহারাটা সারা ভারতবর্ষের লোক জেনে গেছে। সেই জন্য ত্রিপুরাতে কোনও চান্স নেই। একটাও সিট পাবে না।'