​নিজস্ব সংবাদদাতাঃ জোর করে ৪৬টি আফগান বিমান নামানো হয়েছে উজবেকিস্তানে। অবশেষে বিবৃতি দিয়ে জানাল উজবেক সরকার। তারা জানিয়েছে, গত দু’দিনে ৪৬টি বিমান নামানো হয়েছে। ৫৮৫ জন আফগান সেনা কর্তা ও আধিকারিক নিয়ে সেগুলি যাচ্ছিল। উজবেক সরকারের দাবি, আইন ভেঙে উজবেকিস্তানের আকাশসীমায় ঢোকার কারণেই ৪৬টি বিমানকে সে দেশের বিমানবন্দরে নামানো হয়।