New Update
/anm-bengali/media/post_banners/grVRWkUU7lzVeIcy60iL.jpg)
দেবাশিস বিশ্বাস, কোচবিহারঃ ফের রাজ্যে খুন হলেন এক তৃণমূল কর্মী। ঘটনাটি ঘটেছে কোচবিহার ১ নম্বর ব্লকের দেওরহাট। জানা যায় মৃত ওই তৃণমূল কর্মীর নাম বক্কস মিয়া। এই ঘটনায় আহত হয়েছেন আরও এক তৃণমূল কর্মী তার নাম কায়ুম আলী। অভিযোগ, বক্বস মিয়া ও তার গাড়ির চালক কায়ুম আলী কাজ সেরে বাড়ি ফিরছিলেন সেই সময় এলাকারই তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে তার ওপর হামলা হয় বলে অভিযোগ। এর পরে স্থানীয়রা তাদের দু'জনকে গুরুতর আহত অবস্থায় কোচবিহার শহরের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করে। সেখানেই মঙ্গলবার সকালে বক্কস মিয়া নামে ওই তৃণমূল কর্মীর মৃত্যু হয়। জানা যায় তার মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকেই ভাজপা বিধায়ক নিখিল রঞ্জন দে এর অনুগামীদের সাথে আভ্যন্তরীণ দ্বন্দ্ব চলছিল। তার জেরেই এই আক্রমণ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us