​নিজস্ব সংবাদদাতাঃ রাজ্যবাসীর জন্য সুখবর! যাঁরা ভাবছেন কোথাও একটু বেড়িয়ে আসবেন , কিংবা পুজোয় কোথায় ঘুরতে যাবেন, তার পরিকল্পনা করছেন, তাঁদের জন্য তো বটেই, যাঁরা নিরিবিলিতে কোথাও পাহাড়ের কোলে মন উজাড় করতে যাবেন, তাঁদের জন্য এই প্রতিবেদন একেবারেই পারফেক্ট। কারণ পর্যটন শিল্পে ফের সক্রিয় করে তুলতে কোভিড বিধিনিষেধে শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে সিকিম সরকার। রাজ্য পর্যটন মন্ত্রক জানিয়েছে, যে সব পর্যটকরা একটি টিকা পেয়েছেন, তাঁরাও সিকিমে প্রবেশ করতে পারবেন। তবে তাঁদের সঙ্গে অবশ্যই থাকতে হবে ৭২ ঘন্টার বেশি সময় আগে আরটি-পিসিআরের নেগেটিভ রিপোর্ট। যাঁদের ভ্য়াকসিনের ২টি ডোজ় নেওয়া সম্পূর্ণ হয়েছে, তাঁদের এই রিপোর্ট বহন করতে হবে না।