New Update
/anm-bengali/media/post_banners/2gBvViluTOZQsdn8lcHi.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ রিলিজ করে দেওয়া হল পেস বোলার জয়দেব উনাদকাটকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচের আগে রিলিজ করে দেওয়া হয়েছে তাকে। শনিবার বিকেলে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, "জাতীয় শিবির থেকে রিলিজ করা হয়েছে জয়দেব উনাদকাটকে। সৌরাষ্ট্রের রঞ্জি ট্রফির দলে যোগ দেবেন তিনি। ১৬ ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলার বিরুদ্ধে প্রতিযোগিতার ফাইনাল ম্যাচে নামবে সৌরাষ্ট্র।"
Jaydev Unadkat released from India’s squad for the 2nd Test of the Australia tour of India for the Border-Gavaskar Trophy: BCCI pic.twitter.com/NVM5gOx2sq
— ANI (@ANI) February 12, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us