'কেন্দ্র উত্তরবঙ্গের উন্নয়ন করতে চায়, তবে বাধা দিচ্ছে রাজ্য'

author-image
Harmeet
New Update
'কেন্দ্র উত্তরবঙ্গের উন্নয়ন করতে চায়, তবে বাধা দিচ্ছে রাজ্য'

সুদীপ ব্যানার্জী, শিলিগুড়ি: আলিপুরদুয়ারের সাংসদ এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বারলা মঙ্গলবার সকালে দিল্লি থেকে বাগডোগরা বিমানবন্দরে আসেন। পাশাপাশি এদিন সকালে বিজেপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বিজেপির যুব সংকল্প যাত্রার আয়োজন করা হয় তবে যাত্রায় অংশগ্রহণ করতে আসা বিজেপি কর্মী ও সমর্থকদের একে একে আটক করে শিলিগুড়ি মেট্রোপলিটন থানার পুলিশ। এ বিষয়ে সাংসদ জন বারলাকে প্রশ্ন করতেই তিনি জানান, 'সংকল্প যাত্রা নিশ্চয়ই হবে।' এছাড়া তিনি রাজ্যের সরকারে বিরুদ্ধে অভিযোগ করে বলেন, 'কেন্দ্রীয় সরকার এবং প্রধানমন্ত্রী  উত্তরবঙ্গের উন্নয়ন করতে চান, তবে রাজ্য সরকার বার বার যে ভাবে বিজেপি কর্মীদের হেনস্তা করছে তা ঠিক নয়।'