/anm-bengali/media/post_banners/wXIxmyW62MOjbPIiEz3r.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ সুপার কাপের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন ইস্টবেঙ্গল কোচ স্টিফেন কনস্টান্টাইন। রবিবার চেন্নাইয়ান এফসির বিপক্ষে মাঠে নামতে চলেছে লাল-হলুদ ব্রিগেড। তার আগে সাংবাদিক সম্মেলনে জ্যাক জার্ভিসের সঙ্গে ছিলেন লাল-হলুদ কোচ। বাকি তিনটি ম্যাচ। এমনকি আইএসএলের শেষ পর্বেও রক্ষণভাগে ভুল কমাতে পারেনি ইস্ট বেঙ্গল। নর্থ-ইস্ট ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে শেষ মুহূর্তের ভুলে জয় হাতছাড়া করেছে দল। এরপর ইস্টবেঙ্গল থিংক ট্যাঙ্ক এখন থেকেই সুপার কাপ নিয়ে ভাবতে শুরু করে দিয়েছে। সুপার কাপে সফল হওয়ার জন্য স্পেনে খেলা ভারতীয় ফুটবলার সিদ্ধার্থ সমীর বাপুদ্রাকে পরখ করে নিচ্ছে ক্লাব।
𝗠𝗔𝗧𝗖𝗛𝗗𝗔𝗬 🔴🟡
We take on the Marina Machans in Chennai this evening. As we gear up for #CFCEBFC, here’s a homage to Club legend and the first of the Pancha Pandavas, Appa Rao! 🙏#JoyEastBengal#HeroISL#EastBengalFC#IndianFootballpic.twitter.com/QxolI3MJiX— East Bengal FC (@eastbengal_fc) February 12, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us