নিজস্ব সংবাদদাতাঃ কিছুদিন আগেই শোনা গিয়েছিল জ্বর-গলা ব্যথায় ভুগছেন টোকিও অলিম্পিকে স্বর্ণ পদক জয়ী অ্যাথলিট নীরজ চোপড়া। কিন্তু তা সত্ত্বেও স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে শুরু করে প্রধানমন্ত্রীর বাসভবনে অনুষ্ঠিত হওয়া সম্বর্ধনা অনুষ্ঠান- সবেতেই হাসিমুখে হাজির হচ্ছিলেন তিনি। আজও নিজের শহর পানিপথে একটি সম্বর্ধনা অনুষ্ঠানে গিয়েছিলেন নীরজ। কিন্তু সেই অনুষ্ঠানের মাঝপথেই অসুস্থ বোধ করলে নীরজকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একটি নামী সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট থেকে জানা গিয়েছে একথা।