/anm-bengali/media/post_banners/mOY0eaXrJ8QNJqAO5g1v.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ চলতি বছরের নভেম্বর মাসে ছত্তিশগড়ে বিধানসভা নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বস্তার সফরে এসেছেন। কংগ্রেস তাঁর এই সফরকে টার্গেট করছে। জেপি নাড্ডা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী রমন সিং জগদলপুরের মাই দন্তেশ্বরী মন্দিরে প্রার্থনা করেন। এর পাশাপাশি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের মৃত্যুবার্ষিকীতে বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা সহ দলের অন্যান্য নেতারা জগদলপুরে দলীয় কার্যালয়ে শ্রদ্ধা নিবেদন করেন। বিধানসভা ভোটের রণকৌশল ঠিক করতে ছত্তিসগড় সফরে এসছেন জেপি নাড্ডা বলে আশা করছে বিশিষ্ট মহল।
Chhattisgarh | BJP national president JP Nadda along with other party leaders offered tributes to Pandit Deendayal Upadhyaya on his death anniversary at the party office in Jagdalpur. pic.twitter.com/gkquTise7D
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) February 11, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us