বঙ্গে আবাস যোজনার দুর্নীতি প্রসঙ্গে নির্মলার মক্তব্য নিয়ে কী বললেন সুকান্ত মজুমদার?

author-image
Harmeet
New Update
বঙ্গে আবাস যোজনার দুর্নীতি প্রসঙ্গে নির্মলার মক্তব্য নিয়ে কী বললেন সুকান্ত মজুমদার?

নিজস্ব সংবাদদাতাঃ শুক্রবার লোকসভায় বক্তব্য পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এদিন সংসদে দাঁড়িয়ে নির্মলা বলেন, 'পশ্চিমবঙ্গে আবাস যোজনার টাকা যারা পেয়েছে, তাদের প্রাসাদের মতো বাড়ি। এমন অভিযোগ এলে সেগুলি খতিয়ে দেখবো না?' এবার এই নিয়ে মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি টুইটে বলেন, 'ম্যাম, ভাষণে আপনি যে সব রিপোর্ট উল্লেখ করেছেন তা একদম সত্য। "বিডিও-পঞ্চায়েত প্রধান" জোট কেবল পিএমএওয়াই-জি-র প্রকৃত সুবিধাভোগীদেরই বঞ্চিত করেনি, বরং তৃণমূলের সঙ্গে যুক্ত ব্যক্তিদের পকেটও ভরিয়েছে।'