আজ ত্রিপুরায় পরপর নির্বাচনী জনসভা করবেন প্রধানমন্ত্রী

author-image
Harmeet
New Update
আজ ত্রিপুরায় পরপর নির্বাচনী জনসভা করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব সংবাদদাতাঃ  ত্রিপুরায় বিধানসভা নির্বাচনের প্রস্তুতি জোরকদমে শুরু হয়ে গিয়েছে। রাজনৈতিক দলগুলো নির্বাচনী প্রচারে তাদের সর্বশক্তি প্রয়োগ করেছে। এরই মাঝে প্রচারের শক্তি বাড়াতে ত্রিপুরা সফরে যাচ্চেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গিয়েছে, আজ তিনি ত্রিপুরায় দুটি জনসভা করবেন। ত্রিপুরার ধলাই জেলার আম্বাসা ও গোমতীতে মোদীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। আগামী ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরায় ৬০টি আসনে ভোট গ্রহণ হবে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা, বিজেপির রাজ্য নির্বাচন ইনচার্জ মহেশ শর্মা এবং দলের রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন। বিজেপি সূত্রে খবর, দুপুর ১২টা নাগাদ ধলাই জেলার আম্বাসায় প্রথম জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর বিকেল ৩টায় গোমতীতে দ্বিতীয় জনসভায় ভাষণ দেবেন তিনি।