আবগারি নীতি মামলায় সাংসদ ও তাঁর ছেলেকে গ্রেফতার করল ED

author-image
Harmeet
New Update
আবগারি নীতি মামলায় সাংসদ ও তাঁর ছেলেকে গ্রেফতার করল ED

নিজস্ব সংবাদাতাঃ দিল্লি আবগারি নীতি মামলায় ফের নয়া মোড়। জানা গিয়েছে, শনিবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এই মামলায় ওয়াইএসআরসিপি লোকসভার সাংসদ মাগুন্তা শ্রীনিবাসুলু রেড্ডি এবং এমএসআর-এর ছেলে রাঘব মাগুন্টাকে গ্রেফতার করেছে। ইডি আরও উল্লেখ করেছে যে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জাতীয় রাজধানীতে মদের ব্যবসা নিয়ে মাগুন্টা শ্রীনিবাসলু রেড্ডির সাথে দেখা করেছিলেন।