নিজামের সমস্ত চিহ্ন ধুলোয় মিশিয়ে দেবো: বিজেপি রাজ্য সভাপতি

author-image
Harmeet
New Update
নিজামের সমস্ত চিহ্ন  ধুলোয় মিশিয়ে দেবো: বিজেপি রাজ্য সভাপতি

নিজস্ব সংবাদদাতাঃ তেলেঙ্গানায় ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ক্ষমতায় এলে নিজামদের সংস্কৃতির বাহক নবনির্মিত রাজ্য সচিবালয়ের গম্বুজ ভেঙে ফেলা হবে বলে শুক্রবার ঘোষণা করেছেন দলের রাজ্য সভাপতি বন্দি সঞ্জয় কুমার। "জনম গোসা-বিজেপি ভরসা" কর্মসূচির অংশ হিসাবে কুকতপল্লী বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ওল্ড বইনপল্লীতে দলের একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে বন্দি সঞ্জয় বলেন, রাজ্যে বিজেপি সরকার নির্বাচিত হলে নিজাম শাসনের দাসত্বের প্রতীক সমস্ত ধরণের কাঠামো মুছে ফেলা হবে। 

"আমরা যদি ক্ষমতায় আসি, তাহলে আমরা তেলেঙ্গানায় নিজামের সাংস্কৃতিক প্রতীকগুলি ধ্বংস করবো। যার মধ্যে নবনির্মিত সচিবালয়ের গম্বুজও রয়েছে। ''আমরা ভারতীয় ও তেলেঙ্গানা সংস্কৃতির প্রতিফলন ঘটাতে উপযুক্ত পরিবর্তন নিয়ে আসব," তিনি বলেছেন।