নিজস্ব সংবাদদাতাঃ অনেকদিন ধরেই কানাঘুষো শোনা যাচ্ছিল, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে দলে নিতে আগ্রহী প্যারিস সেইন্ট জার্মান। কিন্তু এক নামী বিদেশি ক্রীড়া সাংবাদিকের লেখা রিপোর্ট অনুযায়ী, এই মুহূর্তে সিআর সেভেনকে দলে নিতে আগ্রহ দেখাচ্ছে না পিএসজি। তারা ফ্রান্সের তারকা প্লেয়ার কিলিয়ান এমবাপেকেই দলে রাখতে আগ্রহী।