নিজস্ব সংবাদদাতা: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের 'অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন' মন্তব্যের নিন্দা জানিয়ে বেইজিং বলেছে, তার চীনা প্রেসিডেন্ট শি জিনপিং 'বিশাল সমস্যার' সম্মুখীন হয়েছেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, 'যুক্তরাষ্ট্রের এ ধরনের বক্তব্য অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন এবং মৌলিক কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী।'