নিজস্ব সংবাদদাতাঃ মঙ্গলবার নিজের শহর হরিয়ানার পানিপথে পৌঁছলেন ভারতের তারকা জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া। এরপর ভারতের ‘সোনার ছেলে’ বললেন, ‘এত ভালোবাসা পেয়ে খুবই ভালোলাগছে। আমি আশা করব জ্যাভলিনের প্রতি এই ভালোবাসা আর সমর্থন বাড়তে থাকবে। আমি আরও পরিশ্রম করব। আর আমার বিশ্বাস এই পদক অনেক স্পোর্টসে আগ্রহী শিশুকে অনুপ্রেরণা জোগাবে’।