পঞ্চায়েত ভোটের আগে ফের বিজেপি, সিপিআইএমে ভাঙন

author-image
Harmeet
New Update
পঞ্চায়েত ভোটের আগে ফের বিজেপি, সিপিআইএমে ভাঙন


নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রামঃ পঞ্চায়েত নির্বাচনের আগে আবার বিজেপি ও সিপিএমের ঘর ভাঙল শাসক দল তৃণমূল। ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরের উত্তর আলমপুর স্কুল মাঠে তৃণমূলের স্ট্রিট কর্নার অনুষ্ঠিত হয়। সেই স্ট্রিট কর্নার শেষে সিপিআইএমের প্রাক্তন উপপ্রধান, কর্মাধ্যক্ষ তৃণমূলে যোগ দেন। এর পাশাপাশি ৩০টি পরিবারের ৭০ জন তৃণমূলে যোগদান করেন। তাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দিলেন ঝাড়গ্রাম জেলা তৃণমূলের চেয়ারম্যান ও গোপীবল্লভপুর ১ নং ব্লক তৃণমূলের সভাপতি হেমন্ত ঘোষ সহ অন্যান্যরা।