জর্জিয়ার সাবেক নেতা সাকাশভিলির মুক্তির আবেদন নাকচ

author-image
Harmeet
New Update
জর্জিয়ার সাবেক নেতা সাকাশভিলির মুক্তির আবেদন নাকচ

নিজস্ব সংবাদদাতাঃ জর্জিয়ার সাবেক প্রেসিডেন্ট মিখাইল সাকাশভিলিকে স্বাস্থ্যগত কারণে কারাগার থেকে মুক্তি দেওয়ার আবেদন নাকচ করে দিয়েছে দেশটির আদালত। ২০০৪ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত পশ্চিমাপন্থী সংস্কারক হিসেবে সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রের নেতৃত্ব দেওয়া সাকাশভিলি ক্ষমতার অপব্যবহারের দায়ে ছয় বছরের কারাদণ্ড ভোগ করছেন।সাকাশভিলির টিমের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে মিখাইল সাকাশভিলিকে বলেন, "আদালতের শুনানি একটি কৌতুক, যা তার রাজনৈতিক প্রতিপক্ষরা তাকে পর্যাপ্ত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত করার জন্য পরিচালনা করেছে।"