New Update
/anm-bengali/media/post_banners/SDdpcUy2iNf1AKfHR3Ls.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ টটেনহ্যামের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হওয়ার পর প্রিমিয়ার লীগের সর্বকালের গোলের রেকর্ড ভাঙতে চান হ্যারি কেন। রবিবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির বিপক্ষে ১-০ গোলে জিতেছিল টটেনহ্যাম। প্রথমার্ধে কেনের গোল করেছিলেন। যার সুবাদে রেকর্ড ২৬৭ গোল করেন উত্তর লন্ডনের ক্লাবটির হয়ে। অ্যালান শিয়েরার (২৬০) ও ওয়েন রুনির (২০৮) পর প্রিমিয়ার লীগে ২০০ গোলের মাইলফলক স্পর্শ করা তৃতীয় খেলোয়াড় হয়েছেন তিনি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us