কয়লাকাণ্ডে লালার সহযোগী ব্যবসায়ী রত্নেশকে জেরা সিবিআইয়ের

author-image
Harmeet
New Update
কয়লাকাণ্ডে লালার সহযোগী ব্যবসায়ী রত্নেশকে জেরা সিবিআইয়ের

নিজস্ব সংবাদদাতাঃ কয়লাকাণ্ডে লালার সহযোগী ব্যবসায়ী রত্নেশকে জেরা সিবিআইয়ের। তার কাছ থেকে আজ আধিকারিকদের নাম জানতে চেয়েছে সিবিআই। জানা গিয়েছে যে রত্নেশের বার্নপুরের অফিসে আয়কর তল্লাশিতে পাওয়া ডায়েরি এবং নথিতে মিলেছে সাংকেতিক কোড। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি এই যে লালার হয়ে আসানসোল, বার্নপুরে কয়লা সাম্রাজ্য চালাতেন রত্নেশ।