গুলমার্গে হবে খেলো ইন্ডিয়ার শীতকালীন সংস্করণ

author-image
Harmeet
New Update
গুলমার্গে হবে খেলো ইন্ডিয়ার শীতকালীন সংস্করণ

নিজস্ব সংবাদদাতাঃ শীতকালীন খেলো ইন্ডিয়া নিয়ে বড় আপডেট দিল কেন্দ্র। গুলমার্গে হবে খেলো ইন্ডিয়ার এই অধ্যায়। ফেব্রুয়ারির ১০ থেকে ১৪ তারিখে উপত্যকায় বসবে  টুর্নামেন্টের আসর। শনিবার সকালে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের তরফে এই তথ্য প্রদান করা হয়েছে। সেই সঙ্গে লঞ্চ করা হয়েছে জার্সি, অ্যান্থেম এবং ম্যাসকট।