New Update
/anm-bengali/media/post_banners/8MqDjXQ0w8EBHeGFyaE9.jpg)
হরি ঘোষ, পশ্চিম বর্ধমান:কাঁকসার রারেশ্বর শিব মন্দিরে শ্রাবণ মাসের শেষ সোমবার শিবের মাথায় জল ঢালার জন্য ভক্তদের উপচে পড়া ভিড়। চূড়ান্ত অব্যবস্থা অভিযোগ। অধিকাংশ ভক্তের মুখে নেই মাস্ক। নেই পর্যাপ্ত পুলিশ। দফায় দফায় ভক্তদের সাথে মন্দির কমিটির বচসা। কোনও করোনা নিয়মবিধি মানতে দেখা যায়নি এদিন সকাল থেকেই। সোমবার ভোর থেকে লম্বা লাইন পড়ে ভক্তদের। মন্দির কমিটির চূড়ান্তভাবে ভক্তদের হেনস্তা করে বলে অভিযোগ। মন্দির কমিটির সাথে ভক্তদের দফায় দফায় ধাক্কাধাক্কি হয়। পুলিশকে কোনো রকম পদক্ষেপ নিতে দেখা যায়নি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us