নিজস্ব সংবাদদাতাঃ ছত্তিশগড়ের রাজনন্দগাঁও জেলার ডোঙ্গারগাঁও তহসিলের বারগাঁও চরভাথা গ্রামে নল জল যোজনার অধীনে খনন কাজ চলাকালীন প্রাচীন মুদ্রা ও গহনা ভর্তি একটি পাত্র পাওয়া গেছে। শ্রমিকরা পাত্রটি খুঁজে পাওয়ার সাথে সাথে, আশেপাশের বিপুল সংখ্যক লোক সেই প্রাচীন মুদ্রা এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্রের এক ঝলক দেখার জন্য ঘটনাস্থলে ভিড় জমায়। পরে শ্রমিক ও গ্রামবাসীরা বিষয়টি স্থানীয় থানায় জানায়। গ্রামবাসী এবং শ্রমিকরা তখন পাত্রটি নিয়ে থানায় পৌঁছে পুলিশের হাতে তুলে দেয়। তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে জেলা প্রশাসন ও প্রত্নতত্ত্ব বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করে।