পাটনার পরিবর্তে উদয়পুরে যাত্রী পাঠাল ইন্ডিগো,শুরু তদন্ত

author-image
Harmeet
New Update
পাটনার পরিবর্তে উদয়পুরে যাত্রী পাঠাল ইন্ডিগো,শুরু তদন্ত

নিজস্ব সংবাদদাতা: পাটনার পরিবর্তে উদয়পুরে যাত্রী পাঠাল ইন্ডিগো। এই ঘটনাটি ঘটে ৩০শে জানুয়ারি। এই ঘটনার জেরে শুরু তদন্তের নির্দেশ দেয় ইন্ডিগোর কর্তৃপক্ষ। উদয়পুরগামী ইন্ডিগো ৬ই-৩১৯-এ বিমানে এই ঘটনাটি ঘটে।