New Update
/anm-bengali/media/post_banners/LO2uul9F73DkC7iQMMqY.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষকে আজ ফের কোর্টে পেশ করল ইডি। আর এদিন আদালতে ইডির বিরুদ্ধে সওয়াল করেন কুন্তলের আইনজীবী। তিনি বলেন, 'ফ্ল্যাট থেকে কোনও টাকা পয়সা উদ্ধার হল না, তাহলে প্রিভেনশন অফ করাপশন এক্ট দিল কিভাবে? তাপস মন্ডলই বা গ্রেফতার হল না কেন?' তবে অন্যদিকে ইডি দাবি করেছে যে, 'কুন্তলের দুটি একাউন্টে সাড়ে ৬ কোটি টাকার হদিশ মিলেছে। আর সেই একাউন্ট থেকে টাকা তুলে অন্যত্র পাঠানো হত।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us