ইস্টবেঙ্গলের জয় প্রার্থনা করবেন বাগান সর্মথকরা!

author-image
Harmeet
New Update
ইস্টবেঙ্গলের জয় প্রার্থনা করবেন বাগান সর্মথকরা!

নিজস্ব সংবাদদাতাঃ ইস্টবেঙ্গলকে হারিয়ে চলতি ইন্ডিয়ান সুপার লীগের পরের পর্বে নিজেদের জায়গা নিশ্চিত করতে চাইবে কেরালা ব্লাস্টার্স। একইভাবে কেরালার বিরুদ্ধে নিজেদের মান রক্ষা করতে চাইবে ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গলের জয় দেখতে চাইবেন এটিকে মোহন বাগান সমর্থকরা। কারণ, কেরালা এবং বাগানের মধ্যে পয়েন্টের পার্থক্য মাত্র ১। কেরালা এবং বাগান রয়েছে যথাক্রমে তিন ও চার নম্বরে। ব্লাস্টার্স পরের রাউন্ডে চলে গেলে চাপ বাড়বে এটিকে মোহন বাগানের ওপর।