প্রকাশ্যে ইস্টবেঙ্গলের হতশ্রী পারফরম্যান্সের কারণ

author-image
Harmeet
New Update
প্রকাশ্যে ইস্টবেঙ্গলের হতশ্রী পারফরম্যান্সের কারণ

নিজস্ব সংবাদদাতাঃ নতুন ইনভেস্টর, নতুন কোচ-ফুটবলার, কিন্তু পারফরম্যান্স কার্যত গত কয়েক মরসুমের মতোই। প্রশ্ন উঠেছে বিদেশী ফুটবলার চয়নের ব্যাপারেও। চলতি মরসুমেও কেন হতশ্রী ইস্টবেঙ্গলের পারফরম্যান্স? শেষের পথে এবারের ইন্ডিয়ান সুপার লীগ। জানুয়ারির ট্রানস্ফার উইন্ডোতে চমক দিতে পারেনি লাল হলুদ শিবির। আঙুল উঠছে বিনিয়োগকারী কোম্পানি ইমামির দিকে। অভিযোগ, টাকা কম তাই ফুটবলাররা মানেও কম।